ঈদে টিকিট কালোবাজারির তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে র‍্যাব

ই- বার্তা ডেস্ক।।   র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ঈদের টিকিট কালোবাজারির কোনো তথ্য পেয়ে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে ।

আজ রোববার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদে রাজধানীর নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ বিষয়ে র‍্যাব ৩-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এমরানুল হাসান এসব কথা জানান।

লে. কর্নেল এমরানুল হাসান বলেন, ঈদুল ফিতরকে আনন্দময় ও নিরাপদ করতে র‍্যাবের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। কোনো ধরনের টিকিট কালোবাজারির তথ্য পেলে আমাদের জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এ ছাড়া কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা সে বিষয়ে আমরা নজরদারি করছি।

তিনি বিপণিবিতানগুলোতে র‍্যাব সদস্য মোতায়েন ছাড়াও গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে উল্লেখ করে বলেন, ঈদে কেনাকাটায় সাধারণ মানুষের নিরাপত্তার জন্য শপিংমল ও ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় র‍্যাবের নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি রাখা হয়েছে।

তিনি বলেন, র‍্যাব ৩-এর আওতাধীন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন ও এলাকাভিত্তিক টহলব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম