উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ

ই-বার্তা ডেস্ক।।  শরণার্থী মর্যাদা তুলে নেয়া হলে লন্ডনে ইকুয়েডর দূতাবাস থেকে বৃহস্পতিবার উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানিয়েছে।

২০১২ সাল থেকে তিনি দূতাবাসটিতে আশ্রয় নিয়ে আছেন অ্যাসাঞ্জ।এর আগে তাকে লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে তাড়িয়ে দেয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ।

জাতিসংঘের নিপীড়ন বিষয়ক ওই বিশেষ দূত আশঙ্কা প্রকাশ করেছেন, এতে ভয়াবহ নিপীড়নের শিকার হতে পারেন বিকল্প সাংবাদিকতার উদাহরণ সৃষ্টিকারী এই অ্যাকটিভিস্ট।

উইকিলিকসের টুইটার পোস্টে দাবি করা হয়েছে, ইকুয়েডরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন- লন্ডনে সে দেশের দূতাবাস থেকে জুলিয়ান অ্যাসাঞ্জকে যে কোনো সময় বের করে দেয়া হবে। খবর বিবিসি ও রয়টার্সের।

সংস্থাটির স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞ নিলস মেলজার মনে করছেন, অ্যাসাঞ্জ দূতাবাসের বাইরে এলেই যুক্তরাজ্য তাকে আটক করে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে।