উত্তেজনার এল-ক্লাসিকোতে জয় পেল বার্সেলোনা

ই-বার্তা ডেস্ক।।  নিজেদের ঘরের বার্সেলোনার কাছে  রিয়ালকে ১-০ ব্যাবধানে হারের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ।  তবে এই হারে পয়েন্ট টেবিলে  দু’দলের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।  ম্যাচে দুই দলের মূল তারকা  মেসি-সুয়ারেস-বেনজেমা-বেলদের ছাপিয়ে ম্যাচের আসল নায়ক ইভান রাকিতিচ।

ম্যাচের শুরু থেকে দু দলই কিছু সুযোগ অবশ্য তৈরি হয়েছিল। কিন্তু উভয় দলের আক্রমণভাগের ব্যর্থতায় সেগুলো ফল দেয়নি। তবে  বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি বার্সাকে।  ২৬ মিনিটে কাজের কাজটা করেছেন বার্সার ক্রোয়েট মিডফিল্ডার ইভান রাকিতিচ। চোখ ধাঁধানো তাক লাগিয়ে দেন গ্যালাক্টিকোদের।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া রিয়াল।  বেশ কিছু আক্রমণ করলেও সফল হতে পারেনি।  ৫৬ মিনিটে বার্সার ডি-বক্সের কাছ থেকে শট নেন ভিনিসিয়ুস।  কিন্তু এক হাত ব্যবহার করে বল দখলে নেন বার্সার গোল পোস্টের অতন্দ্র প্রহরী দুর্দান্ত ফর্মে থাকা  গোলরক্ষক আন্দ্রে টের স্টেগান।  এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে আগের মতোই শীর্ষে রইল বার্সেলোনা।  ২৬ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট তাদের।  আর সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রয়ে গেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ ৫০ পয়েন্ট নিয়ে।

ই-বার্তা/ আরমান হোসেন পার্থ