উত্ত্যক্তে বাধা দেওয়ায় শিক্ষার্থীদের মারধর, আহত ৮

ই-বার্তা ডেস্ক।।  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের হামলায় এক নারী শিক্ষার্থীসহ ৮জন আহত হয়েছেন।  বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার এক শিক্ষার্থী জানান, অর্থনীতি বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার জেরে এ হামলার ঘটনা ঘটেছে।  আহতরা সবাই অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় , বন্ধুর জন্মদিন পালন শেষে অর্থনীতি বিভাগের আট শিক্ষার্থী খাবার খেয়ে হলে ফিরছিলেন।  এ সময় তারা ভাসানী হলসংলগ্ন রাস্তায় পৌঁছলে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের সোহান, তামিম ও প্রত্নতত্ত্ব বিভাগের মায়িদসহ ২০-২৫ জন তাদের ওপর হামলা চালায়।

সেখানে এক ছাত্রীর নাকে আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।  এ হামলায় উপস্থিত সবাই মারধরের শিকার হন।  এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।  হামলাকরীরা সবাই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী।

আহতদের মধ্যে অর্থনীতি বিভাগের আসিফ সাংবাদিকদেরকে বলেন, কিছু দিন আগে অর্থনীতি বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে বিভাগের এক সিনিয়র আপুকে হামলাকারীরা উত্ত্যক্ত করেন।  এ ঘটনায় উত্ত্যক্তকারী সোহান ও তার বন্ধুদের সঙ্গে হামলার শিকার কয়েকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল।  সে কারণেই তারা আমাদের ওপর হামলা করেছে।

এ হামলার সঠিক বিচার চেয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে বলেও জানায় আসিফ।  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আ স ম ফিরোজ-উল-হাসান সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমরা আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি।  যত দ্রুত সম্ভব এ ঘটনার তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু