উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি ধরে রাখতে কাজ করে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

ই- বার্তা ডেস্ক।।   প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন যে, উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশ যে স্বীকৃতি পেয়েছে সেটা ধরে রাখতে সরকার কাজ করে যাচ্ছে।

আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি ও বাস্তবায়ন কমিটির যৌথ সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রেখে শতবার্ষিকীতে জাতির পিতার সোনার বাংলা গড়ে তোলা হবে। জাতীয়ভাবে জন্মবার্ষিকী পালনের জন্য ১০২ সদস্যের জাতীয় কমিটি ও ৬১ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

তৃণমূল পর্যন্ত যাতে জন্মবার্ষিকী উদযাপন করা হয় সরকার সে ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর স্বপ্ন দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম