উপজেলা নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করবে বিএনপিঃ ফারুক

ই-বার্তা ডেস্ক।।  আসন্ন ঢাকা উত্তর সিটির উপনির্বাচন এবং উপজেলা নির্বাচনকে সামনে রেখে বিএনপি ষড়যন্ত্র করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান।  

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বিএনপিকে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মতবিনিময় সভায় তাঁরা এসব কথা বলেন।

৩০ ডিসেম্বরের নির্বাচনের মতো আবারও ভরাডুবির আশঙ্কায় বিএনপি ঢাকা উত্তর সিটি নির্বাচনে প্রার্থী দেয়নি বলে মন্তব্য করে হানিফ বলেন, আমরা আহ্বান জানাই, আপনারা নির্বাচনে অংশ নিন।  জনগণের জন্য যদি কাজ করতে হয় তাহলে জনগণের নির্বাচিত হয়েই কাজ করতে হবে।  স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য স্থানীয় নির্বাচনে অংশ নেওয়াটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্তব্য বলে মন্তব্য করেন তিনি। 

ফারুক খান বলেন, ‘মেয়র নির্বাচন এবং অন্যান্য যে নির্বাচন উপজেলা নির্বাচন, এটা ঘিরেও তারা ষড়যন্ত্রই করবে।  আমাদের সতর্ক থাকতে হবে, আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে যাতে তারা সেই ষড়যন্ত্র না করতে পারে।’

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু