উপজেলা নির্বাচন অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ হবেঃ নির্বাচন কমিশনার

ই-বার্তা ডেস্ক।।  রাজশাহীর চারঘাটে ভোটগ্রহণ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, উপজেলা পরিষদের নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রেখে নিজ দায়িত্ব পালন করতে হবে।   

তিনি বলেন, উপজেলা নির্বাচন সম্পূর্ণরূপে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনে কোন রকম অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না।  আইনের বাইরে কোন কিছু মেনে নেওয়া হবে না।  কোন প্রকার চাপের মুখে নত স্বীকার করা যাবে না। 

রফিকুল ইসলাম বলেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেদিকে আইন প্রয়োগকারী সংস্থাকে সজাগ দৃষ্টি রাখতে হবে।  যেখানেই আইন-শৃঙ্খলা অমান্য করা হবে সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, পুলিশ সুপার শহিদুল্লাহ, আঞ্চলিক নির্বাচন কমিশনার ফরিদুল ইসলাম, সিনিয়র নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম প্রমুখ।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু