উপজেলা নির্বাচনে কোন পক্ষপাতিত্ব নয়ঃ সিইসি

ই-বার্তা ডেস্ক।।  উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্বাচন পরিচালনা কর্মকর্তাদের কোনোরকম পক্ষপাতিত্ব না করতে সতর্ক করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনের এক বিশেষ ব্রিফিংয়ে প্রধান অতিথর বক্তৃতায় এ নির্দেশনা দেন তিনি।

কেএম নুরুল হুদা বলেন, দায়িত্ব পালন করতে হবে নিরপেক্ষভাবে।  কোনো দলের প্রার্থীদের সঙ্গে আপস করা যাবে না।  আইনের আলোকে নির্বাচন পরিচালনা করতে হবে।  কাউকে আলাদাভাবে সুবিধা প্রদান করা যাবে না।  রিটার্নিং কর্মকর্তার সুপারিশে নির্বাচন বন্ধ করে দেয়া হবে উল্লেখ করে  তিনি বলেন, পরিবেশ পরিস্থিতি বিবেচনায় রিটার্নিং কর্মকর্তা নির্বাচন বন্ধ করার সুপারিশ করতে পারেন।  আর কমিশন যদি মনে করে সুপারিশের পেছনে যুক্তি আছে, তাহলে ওই এলাকার নির্বাচন বন্ধ করা দেওয়া হবে। 

ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম, রফিকুল ইসলাম প্রমুখ।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু