‘উপযুক্ত প্রমাণ দিন, ব্যবস্থা নেবো’

ই-বার্তা ডেস্ক।।  ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় গত ১৪ ফেব্রম্নয়ারির জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগের জবাবে দিল্লির কাছে প্রমাণ চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  তিনি বলেন, ‘উপযুক্ত প্রমাণ দিন, ব্যবস্থা নেবো’।   

গত শনিবার রাজস্থানে এক সমাবেশে মোদি ইমরানকে বলেছিলেন, ‘যদি পাঠানপুত্র হন, তাহলে প্রতিশ্রম্নতি অনুযায়ী, পুলওয়ামার হামলাকারীদের বিচারের মুখোমুখি করুন।’ 

এর জবাবে রোববার মোদির কাছে হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার প্রমাণ চেয়েছেন ইমরান।  রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত যদি পদক্ষেপ নেয়ার মতো গোয়েন্দা তথ্য আমাদের দেয়, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেবো, এই প্রতিশ্রুতিতে অনড় রয়েছে পাকিস্তান।’

ইমরান বলেন, ভারতের সংবাদমাধ্যমগুলোতে পাকিস্তানে হামলা চালানোর আহ্বান জানানো হচ্ছে। ভারতের পক্ষ থেকে এমন কিছু করা হলে পাকিস্তানও পাল্টা জবাব দেবে।  এ নিয়ে ভিন্ন চিন্তা-ভাবনা করার কোনো সুযোগ নেই।  তবে ‘প্রধানমন্ত্রী মোদির শান্তির সুযোগ দেয়া’ উচিত।

এর আগে গত সপ্তাহেও প্রায় একই ধরনের কথা বলেছিল পাকিস্তান।  কাশ্মিরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় সংশ্লিষ্টতার অভিযোগ উড়িয়ে দিয়ে ইমরান খান প্রশ্ন তুলেছিলেন, স্থিতিশীলতার দিকে এগিয়ে যাওয়া পাকিস্তান কেন ভারতে হামলা চালাতে যাবে? ইমরান বলেন, ‘এমন একটা গুরুত্বপূর্ণ সময় কোনো নির্বোধও এমন কাজ (হামলা) করবে না।  আমরা চাপে আছি বলেই নয়, তারা পাকিস্তানের শত্রম্ন বলেই ব্যবস্থা নেয়া হবে।’ 

কাশ্মিরের পুলওয়ামাতে আরডিএক্স বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র (সিআরপিএফ) গাড়িবহরে আত্মঘাতী হামলা চালানো হয়।  এতে বহরের ৭০টি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।  প্রাণ হারায় বাহিনীর অন্তত ৪৯ সদস্য। হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক সংগঠন জইশ-ই-মোহাম্মদ। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু