উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগ, ভয়–আতঙ্কে বিএনপি

ই-বার্তা ডেস্ক ।।   আজ সকাল ৮ টা দিনভর ভোটগ্রহণের পর বিকাল ৪টা থেকে গণনা শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই ঘণ্টার গণনায় পরে বিভিন্ন আসনের ভোটের ফলাফল আমাদের হাতে আসতে শুরু করেছে। সারা দেশের আসনগুলোতে প্রিসাইডিং অফিসাররা  কেন্দ্রের ভোট গণনা শেষে সন্ধ্যা ৬ টার পরে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করছেন।

 

সর্বশেষ পাওয়া তথ্যে দেখা যাচ্ছে, ৮০টি আসনের মধ্যে ৭৪টিতে আওয়ামী লীগ, ৫টিতে জাতীয় পার্টি এবং একটিতে ঐক্যফ্রন্ট এগিয়ে আছে। ইতমধ্যে কয়েকটি আসনের অর্ধেকের বেশি সংখ্যক কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে।

 

মৌলভীবাজার-২ একমাত্র আসন  যেখানে ঐকফ্রন্ট প্রার্থী এগিয়ে আছে। এখানে ৯৩ কেন্দ্রের মধ্যে ৮টি ফলাফল ঘোষিত হয়েছে। তাতে আওয়ামী লীগের এম এম শাহীন পেয়েছেন ৩৬২২ এবং ঐক্যফ্রন্টের সুলতান মোহাম্মদ মনসুর পেয়েছেন ৫৩০০ ভোট।

 

 

 

 

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম