উ.কোরিয়াকে হুশিয়ারি যুক্তরাষ্ট্রের

ই-বার্তা ডেস্ক।।  মঙ্গলবার (০৫ মার্চ) ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন  হুঁশিয়ারি দিয়েছেন, পারমাণবিক কর্মসূচি বাতিল না করলে উত্তর কোরিয়া ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বোল্টন বলেন, ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ট্রাম্প-কিমের বৈঠকের পর এখন দেখা হবে কোরিয়া তাদের প্রতিশ্রুতি অনুযায়ী পারমাণবিক সম্পর্কিত সকল কার্যক্রম স্থগিত করে কিনা।

‘যদি তারা সেটা না করে, তাহলে তারা তাদের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে চাচ্ছে না বলেই সুস্পষ্ট ধারনা পাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং সেক্ষেত্র আমরা নিষেধাজ্ঞা আরোপের কথাই ভাববো।’

উল্লেখ্য, ফেব্রুয়ারির ২৭ ও ২৮ তারিখে ট্রাম্প কিমের বৈঠকে পারমাণবিক কর্মসূচি অপসারণের কথা বলেছিল ট্রাম্প। এই অপসারণের বিষয়টিই নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র কোরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা কতটুকু শিথিল করবে।

ই-বার্তা/ মাহারুশ হাসান