এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, রক্ষা করা আমাদের দায়িত্বঃ মোদি

ই-বার্তা ডেস্ক।।  ভারতের লোকসভা নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ার পর শনিবার সংসদের সেন্ট্রাল হলে উপস্থিত হন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের সকল শরিক দল।  এখানে এনডিএ জোটের সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয় নরেন্দ্র মোদিকে। 

এ সময় দলের এই বিশাল জয়ের পেছনে জনতার অসীম শক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই বিপুল জনসমর্থন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।  কোনও বিশেষ জাতি বা বর্ণ আমাকে জেতায়নি।  আমাকে জিতিয়েছে দেশের জনতা। জনতা জনার্দ্দনই ঈশ্বরের রূপ, তা এই নির্বাচনে অনুভব করলাম।  স্বাধীনতার পর এই প্রথম এত বেশি ভোট পড়েছে।  এই দেশ পরিশ্রমের, আত্মমর্যাদার পুজো করে।  এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, রক্ষা করা আমাদের দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘মহাত্মা গাঁধী, দীনদয়াল উপাধ্যায় এবং রামমনোহর লোহিয়া, এঁদের আদর্শে এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে।  এনডিএ এখন একটা বিশ্বাসযোগ্য আন্দোলনের নাম। অনেক নতুন সঙ্গী আছেন।  মিথ্যাবাদীদের হাত থেকে আপনাদের সচেতন করা আমার দায়িত্ব।  অহঙ্কার সরিয়ে রেখে কাজ করতে হবে।  জাতীয় উচ্চাশা আর আঞ্চলিক প্রেরণা, এই দুই নিয়েই এগোতে হবে আমাদের।  কোনও একটিকে উপেক্ষা করলে চলবে না।  এটাই আমাদের নতুন স্লোগান।’

পাশাপাশি দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দেশের সংখ্যালঘু মানুষের সঙ্গেও ছলনা করা হয়েছে।  তাদের শিক্ষা দেওয়া হয়নি।  কাল্পনিক ভয়ের বাতাবরণ তৈরি করে তাদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে।  আমি দেশ থেকে ভেদাভেদ তুলে দেব।  গরীব মানুষের টাকা নিয়ে নয়-ছয় করা হচ্ছিল।  আমি এসে সেই সব কিছু বানচাল করে দিয়েছি।  সরাসরি গরীব মানুষের হাতে টাকা তুলে দিয়েছি।  শিবজ্ঞানে জীবসেবাই আমার লক্ষ্য।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু