এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার বিকল্প নেইঃ নৌ প্রতিমন্ত্রী

ই-বার্তা ডেস্ক।।   আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে সবার সহযোগিতা চেয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। নৌ প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার বিকল্প নেই। যে কারণে আমি নির্বাচনের সময় বলেছিলাম, দল যার যার নৌকা সবার। এবারের নির্বাচনে এই বিষয়টিই প্রমাণ হয়েছে। প্রধানমন্ত্রী যে বিশ্বাস রেখে এই মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি সেই বিশ্বাসের মর্যাদা দিতে চাই।

তিনি আরও বলেন, বাহাত্তর সালে সরকার গঠনের পর বঙ্গবন্ধু নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাছে রেখেছিলেন। এটি বঙ্গবন্ধুর মন্ত্রণালয়। তার উত্তরসূরি হয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে মানুষের সেবা নিশ্চিতে কাজ করে যাব।

এ সময় তিনি দেশকে এগিয়ে নিতে সবাইকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের প্রতি সবার দায়িত্ব রয়েছে। শুধু মন্ত্রীদেরই সব দায়িত্ব, এমনটা ভাবা ঠিক নয়। দেশ সবার, দায়িত্বও সবার।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম