একই সঙ্গে কর্পোরেট ও পারিবারিক গল্প

ই-বার্তা।। অপূর্ব মজার একটি নাটকে অভিনয় করলেন। কর্পোরেট ও পারিবারিক গল্প এতে একই সঙ্গে উঠে আসবে। নাটকের নাম ‘কোন আলো লাগলো চোখে’।

আবু জাহেদ চৌধুরীর গল্প ভাবনায় এটি রচনা করেছেন রুম্মান রশীদ খান। পরিচালনা করেছেন তপু খান।গল্পটি এমন- রাহাত একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে। বয়স ত্রিশ। মা তার জন্য কনে দেখছে। মামুন বলে দিয়েছে সে তাকেই বিয়ে করবে মার যাকে পছন্দ।মা কনে দেখে দেখে ক্লান্ত। বিয়ের বিষয়ে মামুনের সাথে মার মাঝে-মাঝে কথা হয়। মা রাহাতের কোথাও পছন্দ আছে কিনা জানতে চায়। রাহাত জানায় -তার কোনও পছন্দ নেই। মা জানতে পারে রাহাতের অফিসে অনেক মেয়ে সহকর্মী আছে এবং তাদের কেউ রাহাত কে পছন্দ করলেও করতে পারে। মা রাহাতকে বলে তার পছন্দের (ভাল সম্পর্কে আছে এমন) তিনজন কলিগকে আলাদা আলাদা ভাবে বাসায় নিমন্ত্রণ জানাতে। তারা একে একে রাহাতের বাসায় নিমন্ত্রণে আসে কিছুই না জেনে। মা তাদের সাথে সময় কাটায়। মা এটা ওটা জেনে নেই তাদের কাছে।

এভাবেই নাটকটির গল্প এগিয়ে যায়। তবে চূড়ান্তভাবে রাহাত কাকে বিয়ে করছে তা দেখা যাবে পর্দায়।

এতে আরও অভিনয় করেছেন সালহা নাদিয়া, ডলি জহুর, জারা মিতু, কাজল সুবর্ণা, আজাদ ও ফিরোজ বাদশাহ, নাজমুল।