‘একটা সাকিব বানানো, পদ্মা সেতু বানানোর চেয়েও কঠিন’

ই-বার্তা ডেস্ক।।  আইনজীবী ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের নেতা আনিসুর রহমান মিঠু তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘একটা সাকিব বানানো, পদ্মা সেতু বানানোর চেয়েও কঠিন’।    

মিঠু লিখেছেন, ‘পরাজিতের জন্য! এমন ভালবাসা খুব একটা দেখা যায় না। সাকিব আল হাসান, আজকের হিসেবে একজন পরাজিত মানুষ। তিনি হেরে গেছেন, আর কোন দিন খেলায় ফিরে নাও আসতে পারেন!’

তিনি লেখেন, ‘সাকিবের আন্দোলন আমার পছন্দ ছিল না। কিন্তু তারপরও আমি সাকিবকে ভালোবাসি। তিনি হারতে বসা বাংলাদেশকে বহুবার জিতিয়েছেন। সাকিবের সকল দোষ আমি ক্ষমা করতে রাজি আছি। সাকিব ছিলেন আমাদের টেন্ডুলকার! সাকিবদের জন্ম প্রতিদিন হয় না। ইচ্ছে করলেই আমরা একটা সাকিব বানিয়ে ফেলতে পারব না। একটা সাকিব বানানো, পদ্মা সেতু বানানোর চেয়েও কঠিন।’ 

তিনি আরও বলছেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি বলেই, সাকিবকে ভালোবাসি। আজ সমগ্র বাংলাদেশই সাকিবকে ভালোবাসা জানাচ্ছে। কিছু বিবেকহীন মানুষ বাঙ্গালরে হাইকোর্ট দেখানোর চেষ্টা করছে। তবে তাদের সংখ্যা অতি অল্প! বাংলাদেশের মানুষের চরিত্র অনুযায়ী, আজ সবাই সাকিবকে গালাগাল করার কথা ছিল, কিন্তু মানুষ সাকিবের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে! আজ আমার মনে হচ্ছে সাকিব একজন সত্যিকার নায়ক। সে মনের কথা কিছুই বলেনি, কিন্তু মানুষ তার মনের কথা বুঝে নিয়েছে।’  

ই-বার্তা/সালাউদ্দিন সাজু