একমত ছাত্রলীগ, আন্দোলনে যাবে অন্য সংগঠন গুলো

ই-বার্তা ডেস্ক।।  বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন আন্দোলনে যাচ্ছে।  তাদের প্রধান দাবি, ভোটকেন্দ্র হলে নয়, একাডেমিক ভবনে করতে হবে।  তবে এ দাবির সঙ্গে একমত নয় ছাত্রলীগ। 

 

ছাত্রদল ও প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতারা বলেন, ‘হলে ভোটকেন্দ্র থাকলে নির্বাচনের নামে প্রহসন হবে।  যা আমরা জাতীয় সংসদ নির্বাচনে দেখেছি।  তাই একাডেমিক ভবনে ভোটকেন্দ্র করার দাবি থেকে আমরা সরছি না।’

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ডাকসুর গঠনতন্ত্রে ভোটকেন্দ্র হলেই করার বিধান রয়েছে।

তবে ছাত্র সংগঠনগুলো বলছে, সময় বদলেছে।  তাছাড়া হলগুলোতে সাম্যাবস্থা নেই, একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে ছাত্রলীগ।  তাই প্রয়োজনে গঠনতন্ত্র সংশোধন করে হলের বাইরে ভোটকেন্দ্র করতে হবে।  

এ বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত গঠনতন্ত্র ও আচরণবিধি উদ্দেশ্যপ্রণোদিত ও পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে।  তাই ছাত্রলীগ ছাড়া সকল ছাত্র সংগঠন ভোটকেন্দ্র হলের বাইরে আনার দাবিতে অনঢ় অবস্থান নিয়েছে।’

এছাড়া ভোটারের বয়সের বিষয়ে তিনি বলেন, ‘একজন শিক্ষার্থীর পরিচয় হচ্ছে, সে নিয়মিত নাকি অনিয়মিত।  কিন্তু ছাত্রলীগের দাবির কারণে ৩০ বছর করা হয়েছে।  এটা কেমন ক্রাইটেরিয়া? এটা হতে পারে না।  ভোটকেন্দ্র হলের বাইরে স্থাপন এবং বয়সের ব্যাপারে আমরা প্রয়োজনে জোটবদ্ধ আন্দোলনে যাবো।’

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকাংশ ছাত্র সংগঠনের মতামতকে অগ্রাহ্য করছে।  তারা একটি ছাত্র সংগঠনকে জেতানোর জন্য ভোটকেন্দ্র হলেই রাখতে চাচ্ছে।  অন্য সকল সংগঠন দাবি জানালেও গঠনতন্ত্র সংশোধন করা হয়নি।’

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর জানান, ‘পাতানো নির্বাচনে ছাত্রলীগকে বিজয়ী করতে ভোটকেন্দ্র হলের ভেতরে রাখা হচ্ছে।  তবে আমরা কেন্দ্র হলের বাইরে আনার দাবিতে আন্দোলনে যাবো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মু. সামাদ বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী ভোটকেন্দ্র হলের ভেতরে হওয়ার কথা।  তাই বাইরে নেয়ার দাবি সমর্থনযোগ্য নয়।  নৈতিক কারণেই প্রশাসন সেটি করতে পারে না।  এটা তো উপজেলা কিংবা ইউপ নির্বাচন না যে, এ দাবি-ও দাবি করা হবে।’

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু