একশোর বেশি দেশে করোনার হানা, মৃত্যু ছাড়ালো ৪ হাজার

প্রাণঘাতী করোনাভাইরাস ১০০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্বজুড়ে ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১ লাখ ১৩ হাজার মানুষ।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার আবির্ভাব ঘটে। এরপর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।

শুধু চীনেই এই ভাইরাসে ৩ হাজারের বেশি মৃত্যু হয়েছে। চীনের বাইরে এই ভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ইতালিতে। এরপরে রয়েছে ইরান, দক্ষিণ কোরিয়া।ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে ইতালিতে ১ কোটি ৬০ লাখের বেশি মানুষ কোয়ারেন্টাইনে। একপ্রকার অবরুদ্ধ করা হয়েছে পুরো ইতালিকে।

এদিকে উত্তর কোরিয়ায় করোনায় ১৮০ সেনার মৃত্যু হয়েছে বলে গতকাল দাবি করেছে দক্ষিণ কোরিয়ার কয়েকটি সংবাদ মাধ্যম।মার্কিন যুক্তরাষ্ট্রেও জেঁকে ধরেছে করোনা ভাইরাস। ইতিমধ্যে দেশটির ৩৫ টির বেশি রাজ্যে এই ভাইরাস হানা দিয়েছে।

এছাড়া জাপান, ফ্রান্স, স্পেন, জার্মানি ও যুক্তরাজ্যে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় বেশি। প্রতিনিয়ত নতুন নতুন দেশ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস মোকাবিলায় প্রত্যেক দেশকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছে।