এক বছর পেছালো রাজশাহীর পবা উপজেলার ভোট

ই-বার্তা ডেস্ক ।।  আগামী ১০ মার্চ রাজশাহীর পবা উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। তবে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে এক বছরের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। পবার পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল বারী ভুলুর করা এক রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন আদালত।

গত মঙ্গলবার আদালতের এ আদেশ সংক্রান্ত কাগজপত্র হাতে পেয়েছেন সাইফুল বারী। পরে তিনি সাংবাদিকদের জানান, রাজশাহী সিটি করপোরেশনের সঙ্গে পবা উপজেলার পারিলা ইউনিয়নের মুরশইল ও কেচুয়াতৈল গ্রামের সীমানা নিয়ে জটিলতা রয়েছে। এটি নিষ্পত্তিতে ওই রিট আবেদন করেন তিনি। এরপরই ওই আদেশ দেন আদালত।

পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা মীরদাহ মোসাম্মদ শাহনাজ পারভীন বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলাম। এ অবস্থায় মঙ্গলবার নির্বাচন স্থগিত সংক্রান্ত কাগজপত্র হাতে এসেছে। এগুলো জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠিয়ে দিয়েছি।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া