এক ম্যাচে ৪ গোল করে মেসির রেকর্ডে ভাগ বসালেন লেভানদোস্কি

ই-বার্তা ডেস্ক।।  এক ম্যাচেই ৪ গোল করে নতুন রেকর্ড গড়লেন বায়ার্ন মিউনিখের পোল্যান্ডের তারকা ফরওয়ার্ড রবার্ত লেভানদোস্কি।   

গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লীগের ‘বি’ গ্রুপের ম্যাচে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ৬-০ গোলে জিতে বায়ার্ন মিউনিখ। এই ম্যাচে ১৪ মিনিটের ব্যবধানে ৪ বার প্রতিপক্ষের জালে বল জড়ান লেভানদোস্কি। এর মধ্য দিয়ে দ্বিতীয় ফুটবলার হিসেবে ইউসিএলে দুই বার চার গোল করার রেকর্ড সৃষ্টি করেন তিনি। এর আগে এই রেকর্ড করেছিলেন লিওনেল মেসি। 

বর্তমানে চ্যাম্পিয়ন্স লীগে বায়ার্ন মিউনিখ এবং বরুসিয়া ডর্টমুন্ড- দুই ক্লাবের সর্বোচ্চ গোলদাতা ৩১ বছর বয়সী এই তারকা। মেসি-রোনালদোর পর বর্তমানে ইউসিএলের সর্বোচ্চ হ্যাট্রিককারী ফুটবলারও তিনি। 

আগুন ঝরা ফর্ম নিয়ে এবারের মৌসুমে ২০ ম্যাচে ২৭ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন লেভানদোস্কি। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু