এক সপ্তাহের বিশ্রামে মাহমুদউল্লাহ রিয়াদ

ই-বার্তা ডেস্ক।। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর আর মাঠে নামেননি তিনি। এই চোটের ফলে এক সপ্তাহের বিশ্রামে থাকবেন রিয়াদ।

তৃতীয় দিনে ইনিংস ব্যবধানে হেরে যায় টিম টাইগার্স। সেই দিন রাতেই কলকাতা থেকে দেশে ফেরেন মাহমুদউল্লাহ। দেশে ফিরে পরদিন ক্ষতে স্ক্যান করিয়েছেন। কিন্তু সেই স্ক্যান রিপোর্ট এখনো হাতে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ।

তবে দেশে ফেরার পর মাহমুদউল্লাহর শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানিয়েছেন,

আগামী এক সপ্তাহ রিয়াদকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এ সময়টা তিনি বিশ্রামে না থাকলে আসন্ন বিপিএলে তার অংশ নিতে পারবেন না।