এখনও পর্যন্ত হদিস মেলেনি ১৬ জনের

ই-বার্তা ডেস্ক।।  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক হাসিবুল আলম  জানিয়েছেন,  রাজধানীর চকবাজারে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও ১৬ জনের হদিস পাওয়া যায়নি।

হাসিবুল আলম বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত ১৬ জন নিখোঁজের তালিকা এসেছে।  তাদের খোজে আমরা চারপাশে মাইকিং করছি।  তাদের খুঁজে পাচ্ছেন না স্বজনরা।  তাদের নাম-ঠিকানা ফরমে লিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। 

এরই মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য এক লাখ এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। 

বুধবার রাতে চকবাজারের নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনে চারতলা বাড়িসহ আশেপাশের কয়েকটি ভবনে আগুন লাগে।  আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী কাজ করেছে।  ভয়াবহ এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত প্রায় ৭৬ জনের মৃত্যু হয়েছে।  মরদেহগুলো ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। আহত হয়েছেন অর্ধশত। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, যেসব লাশ স্বজনদের দ্বারা শনাক্ত করা হয়েছে, তাদের ময়নাতদন্ত করে স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হবে। তবে কিছু লাশ পুড়ে কয়লা হয়ে গেছে।  সেগুলো চেহারা দেখে বা ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত করার উপায় নেই।  তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করে তারপর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু