এখন কোয়ালিফায়ার ম্যাচে যে ধরনের দলই অসুক না কেন সমস্যা নেইঃ রুবেল

ই-বার্তা ডেস্ক।।   এবারের বিপিএলে ঢাকার শুরু দুর্দান্ত হলেও মাঝে খেই হারায় তারা। তবে শেষ ম্যাচে খুলনাকে হারিয়ে ঢাকা জায়গা করে নেয় প্লে-অফে। আর আজ চিটাগাং ভাইকিংস’কে উড়িয়ে দিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিলো দলটা।

ম্যাচ শেষে সোমবার (৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে ঢাকা ডায়নামাইটসের পেসার রুবেল হোসেন জানিয়েছেন চিটাগাং ভাইকিংসের ইনিংসের মাঝের ওভারেই ম্যাচের মোড় নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছেন তারা।

রুবেল বলেন, ‘আমার মনে হয় সাকিব ভাই, সুনীল নারাইন ভাল বল করেছেন, ওখানেই ম্যাচের চিত্রটা পাল্টে গেছে। এখন কোয়ালিফায়ার ম্যাচে যে ধরনের দলই অসুক না কেন সমস্যা নেই। ভাল ক্রিকেট খেলতে হবে আমাদের।’

অন্যদিকে চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম জানিয়েছেন, ‘বিদেশীদের কাছে থেকে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না পাওয়ায় সাফল্য পাইনি। তবে এই দল নিয়ে সেরা চারে খেলতে পেরেছি এটাই অনেক বড় পাওয়া। তবে আজকের ম্যাচ বাদ দিলে পুরো টুর্নামেন্টে ভালই খেলেছি আমরা।’

ই-বার্তা/ মাহারুশ হাসান