এফআর টাওয়ারের মালিকের কোনো মমত্ববোধ নেইঃ নাসিম

ই- বার্তা ডেস্ক।।   সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম মন্তব্য করেছেন যে, বনানীর এফআর টাওয়ারের মালিকের কোনো মমত্ববোধ নেই ।

আজ শনিবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে আগুনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে নাসিম এ মন্তব্য করেন। নাসিম এ সময় আহত রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন ও আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা আহতদের দেখে বেরিয়ে যাওয়ার সময় বলেন, ‘বিল্ডিং কোড না মেনে ১৮ তলার জায়গায় ২৩ তলা বানিয়েছে। মালিকও চিহ্নিত হয়েছেন। তার ভেতরে কোনো মমত্ববোধ নেই। অর্থের বিনিময়ে কাজ করেছে, শুধু ভবন তৈরি করেছে। এই ভবনের বাইরে যাওয়ার কোনো সিঁড়ি নেই। ওই টাওয়ার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

নাসিম আরও বলেন, ‘যারা আগুনের ঘটনায় মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আহতদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। আহতদের সুস্থ করতে চিকিৎসকরা যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ জন্য তাদের ধন্যবাদ জানাই।’

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম