এফ আর টাওয়ার ঝুঁকিপূর্ণ ঘোষণা

ই-বার্তা ডেস্ক ।।  অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বনানীর এফ আর টাওয়ার ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করে তার আশপাশ দিয়ে চলাচল না করার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওই ভবনে এ সংক্রান্ত নোটিশ টানানো হয়েছে।

এর আগে শুক্রবার সকালে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

এসময় তিনি বলেন, এফ আর টাওয়ারের আশেপাশে যে বিল্ডিংগুলো আছে, আগামী ১০ দিনের মধ্যে সেই সব বহুতল ভবনের ফায়ার এবং বিল্ডিং সেফটির কাগজপত্র জমা দিতে হবে।

মেয়র বলেন, এরই মধ্যে ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজউকের সঙ্গে একসাথে কাজ করতে চাই।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর ১৭ নম্বর রোডের ওই ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

এ ঘটনায় এখনও পর্যন্ত আগুনে ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া