এবার আমরা ফিরবো না, চাঁদে অবস্থান করবোঃ নাসা

ই-বার্তা ডেস্ক।।  মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নতুন করে চাঁদে অবস্থান করার ঘোষণা দিয়েছে। সংস্থাটির দাবী, আগামী দশকের মধ্যে এ কাজটি সম্পন্ন করা হবে।  এবার নভোচারীদের চাঁদে গিয়ে অল্প সময়ের মধ্যে ফিরে আসতে হবে না।  তারা সেখানে দীর্ঘ সময় অবস্থান করতে পারবেন।

নাসা প্রশাসক জিম বারডেনস্টাইন বলেন, চাঁদে আবারও অভিযান এবং সেখানে অবস্থানের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কংগ্রেস অনুমতি দিয়েছে। 

জিম বলেন, চাঁদে নতুন অভিযানে অংশ নেয়া নভোচারীরা সফল হলে একদিন মঙ্গল অভিযানেও মানুষ পাঠানো হবে।  সেটা হবে এক নতুন ইতিহাস।  পুনরায় চাঁদে অভিযানের ব্যাপারটা নিয়ে আমি রোমাঞ্চিত।  তবে অনেকে বলছেন ৫০ বছর আগে যেভাবে নভোচারীরা ফিরে এসেছিলেন এবারও সেটাই হবে।

তবে পরিষ্কার করে বলতে চাই, ‘এবারের অভিযানের উদ্দেশ্য ফিরে আসা নয়।  এবার আমরা চাঁদে যাচ্ছি নতুন প্রযুক্তি নিয়ে যা চন্দ্রপৃষ্ঠের নতুন অঞ্চল আবিষ্কার করবে এবং যা আমরা চিন্তা-ভাবনা করেছি তার বাস্তবায়ন ঘটানো হবে।  এবারের যাত্রায় আমরা ফিরব না, চাঁদে অবস্থান করব।’

তিনি বলেন, নাসার এ পরিকল্পনা আগামী সপ্তাহ থেকেই বাস্তবায়নের কাজ শুরু হচ্ছে।  চন্দ্রযানের বিষয়ে আলোচনার জন্য ইতিমধ্যে পরিকল্পনায় জড়িত বিভিন্ন সংস্থার লোকজনকে নাসায় আমন্ত্রণ জানানো হয়েছে।দুনিয়াবাসী দেখবে এবার চাঁদে নভোচারীরা নতুন গন্তব্য আবিষ্কার করেছেন এবং সেখানে মানুষ অবস্থান করছে। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু