এবার নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচনঃ কাদের

ই-বার্তা ডেস্ক ।।   ফেনীতে  বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন যে ১৯৭০সালের পর নির্বাচনের এমন গণজোয়ার আর কখনও দেখা যায়নি।

 

আজ শুক্রবার (২৮ডিসেম্বর) ফেনী মাইজদির আঞ্চলিক মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য প্রকাশ করেন।এসময় তিনি আরও বলেন, এবারের ভোট-বিপ্লব হবে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে। এই ভোট-বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগে সরকার বিপুল ভোটে বিজয়ী হব। সন্ত্রাস-দুর্নীতি ও অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশকে গড়তে এই মহাজোটের কোনই বিকল্প নেই। আমার বিশ্বাস-১৯৭০ সালের পর নির্বাচনের এমন গণজোয়ার আর কখনও এ দেশে কেউ দেখেনি। এমন জোয়ার দেখে মনে হচ্ছে-এবার নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন।

 

 

নির্বাচনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আমরা কখনও নির্বাচনে বিশৃঙ্খলা চাই না। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। নির্বাচন কেন্দ্রে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে এবং করবে।

 

 

 

 

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম