এবার পারমানবিক সাবমেরিন মোতায়েন করলো ভারত

ই-বার্তা ডেস্ক।।  ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলার দেশটির ৪৯ জন আধাসামরিক বাহিনীর সদস্য নিহতের পর এবার সাগরে যুদ্ধের প্রস্তুতি হিসেবে বিশাল নৌ-মহড়া করেছে ভারত। দেশটি সমুদ্র উপকূলে অনির্দিষ্টসংখ্যক রণতরির মহড়া চালিয়েছে এবং মোতায়েন করেছে বলে নিশ্চিত করেছে দেশটির নৌবাহিনী।

রাশিয়ান সংবাদমাধ্যম আরটি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় নৌবাহিনীর এই বিশাল মহড়ায় অংশ নিয়েছে দেশটির বিমানবহনকারী রণতরী ও পারমাণবিক শক্তিসম্পন্ন সাবমেরিন। ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র ১৭ মার্চ এক টুইটবার্তায় এমন মহড়ার কথা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে দেশটি কিছু রণতরি মহড়া চালায়। চলতি মাসের শুরুতে ইসলামাবাদ দাবি করে পাকিস্তান নৌবাহিনী তাদের জলসীমায় একটি ভারতীয় সাবমেরিন চলাচল করতে দেখে এটি ঠেকায়। এ নিয়ে পাকিস্তানের এমন দাবি ভারত ‘প্রোপাগান্ডা’ হিসেবে দেখছে।

ই-বার্তা/ মাহারুশ হাসান