এবার ভারতীয় বোলার’কে নিষিদ্ধ করলো আইসিসি

ই-বার্তা ডেস্ক।।   এবার আইসিসির নিষেধাজ্ঞার কবলে পরলেন এক ভারতীয় স্পিনার। ভারতীয় স্পিনার আম্বাতি রাইডুর বোলিং নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

১৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের পরাজয়ের ম্যাচে ২ ওভার বোলিং করে ১৩ রান দেয়া আম্বাতি রাইডুর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আইসিসি।এরপর ১৪ দিনের মধ্যে অ্যাকশন পরীক্ষা দেওয়ার কথা জানানো হয় ভারত টিম ম্যানেজমেন্টকে।

কিন্তু দুই সপ্তাহের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা করার কথা থাকলেও পরিক্ষা দেননি রাইডু। যার ফলে আইসিসির নিয়মধারার ৪.২ অনুসারে রাইডুর বোলিং নিষিদ্ধ করেছে আইসিসি।তবে ১১.৫ ধারা অনুসারে ভারতের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন এই ক্রিকেটার।

উল্লেখ্য, রাইডু মূলত উইকেটকিপার। তবে ধোনী থাকায় উইকেটের পেছনের কাজটা করা হয়না এই ব্যাটসম্যানের। ভারতের জার্সি গায়ে এখন পর্যন্ত খেলা ৫০টি ওয়ানডের মাঝে ৯টি ইনিংসে বল করেছেন আম্বাতি রাইডু। এর মাঝে উইকেট পেয়েছেন তিনটি। সেরা বোলিং ফিগার ৫ রানে ১ উইকেট।

ই-বার্তা/ মাহারুশ হাসান