এবার ভারতে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

ই-বার্তা ডেস্ক।।  বেশ কয়েকদিন ধরে গুজবের কারনে বাংলাদেশে ছেলেধরা সন্দেহে অনকেই গণপিটুনি দিয়েছে উৎসুক জনতা। তাদের মধ্যে তাসলিমা নামের এক মহিলা মারা গেছে। এবার ভারতে সেই গুজবে কান দিয়েই একজনের জীবনে নিয়ে নিল সাধারণ মানুষ।   

ভারতের  জলপাইগুড়ির নাগরাকাটায় ছেলেধরা সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার এই ঘটনা ঘটে। 

ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনা হচ্ছে। 

সাব-ডিভিশনাল পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী জানিয়েছেন, ‘আমরা আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হলেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।’

পুলিশ জানাচ্ছে, কোনও শিশু অপহরণের ঘটনা ঘটেনি। এসবই লোকের ছড়ানো গুজব।

স্থানীয় পুলিশ বাসিন্দাদের কড়া ভাষায় জানিয়েছে যে, তারা যেন কোন গুজবে কান না দেয়, আর কোনরকমের গুজব না ছড়ায়। পুলিশ জানায়, কেউ যদি তার এলাকায় কোন সন্দেহভাজন মানুষ দেখে, তাহলে তিনি যেন পুলিশকে খবর দেয়।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু