এবার রিফাত হত্যা নিয়ে মুখ খুললেন স্ত্রী মিন্নি

ই-বার্তা ডেস্ক।।  শনিবার সংবাদ সম্মেলন করে রিফাত শরীফ হত্যায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জড়িত বলে অভিযোগ করেন রিফাতের বাবা দুলাল শরীফ। এর পরিপ্রেক্ষিতে নিজ বাড়িতে গতকাল দুপুরে পাল্টা সংবাদ সম্মেলন করে এ অভিযোগ অস্বীকার করেন মিন্নি।  

তিনি বলেন, ‘০০৭ গ্রুপ সৃষ্টিকারীরা ক্ষমতাবান ও অর্থশালী। তারা নিজেরা আইনের আওতামুক্ত থাকতে রিফাত হত্যার বিচারকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। আমার শ্বশুরকে চাপ প্রয়োগ করে এরাই আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করিয়ে আমাকে হত্যায় জড়িত করার চেষ্টা করছে।’

মিন্নি বলেন, ‘আমার শ্বশুর অসুস্থ। তিনি ছেলের শোকে বিধ্বস্ত। আর এ সুযোগে  প্রভাবশালীরা বিচারের আওতামুক্ত থাকতে তাকে চাপ প্রয়োগ করে আমার শ্বশুরকে দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করিয়েছেন।’

নিজেকে নির্দোষ দাবি করে মিন্নি বলেন, ‘আমার স্বামীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে, যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে গোটা দুনিয়ার মানুষ অবলোকন করেছে। সকাল ১০টার দিকে রিফাত আমাকে বলেছিল, তার বাবা দুলাল শরীফ তাদের নিতে এসেছেন। কলেজ গেটে এসে তার বাবাকে না দেখে আবার কলেজে যেতে চেয়েছিল রিফাত।’

মিন্নির দাবি, তখনই রিশান ফরাজীসহ হত্যাকারীরা তার স্বামী রিফাত শরীফকে জাপটে ধরে কলেজের বাইরে রাস্তায় নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই কিল-ঘুষি এবং পরে কোপানো শুরু করে। মিন্নি বলেন, তিনি অস্ত্রধারীদের তোপের মুখেও স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছেন। ভিডিও ফুটেজে মানুষ সে দৃশ্য দেখেছেন।

তিনি আরও বলেন, ‘আমি মামলার ১ নম্বর সাক্ষী। আমাকে মামলায় জড়িয়ে আসামিরা সুযোগ নিতে চাইছে। আমার শ্বশুরকে ভুল বুঝিয়ে চাপ প্রয়োগ করে প্রভাবশালী ও বিত্তশালীরা মামলাকে ভিন্ন খাতে প্রয়োগের পাঁয়তারা করছে।’  এর তীব্র নিন্দা জানান রিফাত শরীফের স্ত্রী মিন্নি।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু