এমপিদের শপথের বৈধতা নিয়ে করা রিটের শুনানি বুধবার

ই-বার্তা ডেস্ক।।  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের শপথ বাতিল করে গেজেট প্রকাশের জন্য জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে উকিল নোটিশ দেওয়া হয়।  সংসদ না ভেঙেই নির্বাচিতদের শপথ নেওয়ার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে করা রিটের শুনানি বুধবার।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তাহেরুল ইসলাম তাওহীদের পক্ষ থেকে নোটিশটি প্রেরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।  রিটকারীর আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন বলেন, নোটিশটির কোনো জবাব না পেয়ে হাইকোর্টে রিট করা হয়।  

রিটে বলা হয়, গত ৩০ ডিসেম্বর ২৯৯টি সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১ জানুয়ারি নির্বাচিত এমপিদের নাম তালিকার গেজেট প্রকাশ করা হয়।  এরপর ৩ জানুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করান স্পিকার।  তবে এমপিদের শপথ নেওয়া সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদের অবমাননা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

ই-বার্তা/ মোঃ সালাউদ্দিন সাজু