এল ক্লাসিকো’তে মুখোমুখি রিয়াল-বার্সা

ই-বার্তা ডেস্ক।।  কোপা দেল রে’তে সবচেয়ে বেশি ৩০ বার স্পেনের রাজার নামের এই কাপ প্রতিযোগিতার শিরোপা জিতেছে কাতালানরা।  ৩১তম বারের মতো তারা শিরোপাটা জিতবে কি জিতবে না সেটা আজকেই অনেকটা নির্ধারিত হয়ে যাবে।

সেমিতে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।  চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সবচেয়ে বেশি গোল করা লিওনেল মেসিকে নিয়ে খানিকটা চিন্তিত বার্সেলোনা।  এদিকে লিগে খারাপ ফর্ম কাটিয়ে এল ক্লাসিকোর আগে বেশ গা ঝাড়া দিয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ।

সব শেষ ‘এল ক্লাসিকো’তে ৫-১ গোলের লজ্জায় ডুবেছিল রিয়াল।  হিসাবটা যদি শুধু কোপা দেল রের হয়, তাহলে রিয়াল থাকবে এগিয়ে।  দুই দলের সব শেষ দেখা ২০১৩-১৪ মৌসুমে ফাইনালে।  সে ম্যাচে গ্যারেথ বেলের জয়সূচক গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ।

আদিকে এর্নেস্তো ভালভের্দে অধীর আগ্রহে অপেক্ষা করছেন মেসি এবং তাঁর সম্ভাব্য বিকল্প, উসমান দেম্বেলে জন্য।  দুজনই ইঞ্জুরির কারনে গতকাল অনুশীলন করতে পারেননি।  শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে  ম্যাচেই চোট পেয়েছেন মেসি।  এ জন্য সোমবারের অনুশীলন থেকে তাঁকে বিশ্রাম দেওয়া হয়। লেগানেসের বিপক্ষে ম্যাচে পা মচকেছে দেম্বেলের, আছে জ্বরও।

ফেব্রুয়ারি মাসেই সাতটি ম্যাচ পড়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের।  তাই এক ম্যাচের ভাবনায় নয়, গোটা মাস কোনো রকম ঝুঁকি ছাড়াই কাটাতে চাইবেন দুই কোচ।  কারণ এখন কেউ বড় চোটে পড়লে আর ফেরার উপায় নেই।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু