এ দেশকে অসম্প্রদায়িক বাংলায় পরিণত করতে হবেঃ স্পিকার

ই- বার্তা ডেস্ক।।   স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নতুন বছরে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলায় পরিণত করার প্রত্যয় গ্রহণের আহ্বান জানিয়েছেন । তিনি বলেছেন, এ দেশকে অসম্প্রদায়িক বাংলায় পরিণত করতে হবে। অতীতের সব গ্লানি মুছে ফেলে অর্জনগুলোকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে নতুন প্রত্যয়ে।

গতকাল শনিবার দিবাগত রাতে বঙ্গাব্দ ১৪২৬ কে স্বাগত জানাতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানিক মিয়া এভিনিউতে ‘বার্জার রঙে রঙিন বৈশাখ’ শীর্ষক উৎসব উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় স্পিকার দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আসাদুজ্জামান নূর এমপি, বার্জার পেইন্টস’র ম্যানেজিং ডিরেক্টর রুপালী চৌধুরী, এশিয়াটিক এক্সপির ইরেশ যাকের,বার্জারের সেলস ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা মহসীন হাবীব চৌধুরী।

আয়োজনের সমন্বয়ক শিল্পী মনিরুজ্জামানের নেতৃত্বে প্রায় ৪০০ শিল্পী আলপনা আঁকায় অংশ নেন। যাতে লাল রঙের ছোঁয়া দিয়ে উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।আলপনা অঙ্কনের পাশাপাশি মঞ্চে ছিল গান, নৃত্য ও নাটকের আয়োজন। এ ছাড়াও ছিল আলোকচিত্র প্রতিযোগিতা।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম