‘এ মাসের মধ্যেই পুরান ঢাকায় চালু হবে চক্রাকার বাস সার্ভিস’

ই- বার্তা ডেস্ক।।   ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘আমরা ইতোমধ্যে আজিমপুর, মতিঝিল এবং উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু করেছি। এতে দারুণ সাড়া পেয়েছি।

তিনি বলেন,  সিদ্ধান্ত নিয়েছি চলতি মাসের মধ্যেই পুরান ঢাকার বাবুবাজার থেকে আমুলিয়া মডেল টাউন, স্টাফ কোয়ার্টার এবং রামপুরা ব্রিজ হয়ে মগবাজার পর্যন্ত চক্রাকার বাস চালু করা হবে।’ সেই সঙ্গে এ মাসের মধ্যেই পুরান ঢাকায়ও চক্রাকার বাস সার্ভিস চালু হবে।

আজ রোববার বিকেলে ডিএসসিসি নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির দশম সভা শেষে এসব জানান তিনি।

তিনি বলেন, ‘পরিবহনের শৃঙ্খলা ফেরাতে গঠিত কমিটির দশম সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি চলতি মাসেই টিকিট সিস্টেমে গণপরিবহন চলাচল করবে রাজধানীতে। প্রাথমিকভাবে এটি শুরু হবে মোহাম্মদপুর থেকে মতিঝিল রুটে। পর্যায়ক্রমে অন্যান্য রুটেও শুরু হবে।’

মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, মোহাম্মদপুর ঘাটারচর থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত সব রুটের সব বাস এক কোম্পানির এবং এক রুটের আওতায় এনে বাস পরিচালনার কার্যক্রম শুরু করা হবে। এরপর অন্যান্য রুটে আরও ৫টি কোম্পানিসহ মোট ৬টি কোম্পানির আওতায় পরিচালনা করা হবে। প্রাথমিকভাবে আগামী ১ সপ্তাহের মধ্যে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত মতিঝিল হয়ে যেসব বাস চলাচল করে সেগুলোর মালিকদের সঙ্গে সমন্বয় করে সব বাস এক রঙে আনার সিদ্ধান্ত নেয়া হবে।’

আজ থেকে প্রধান সড়কে রিকশা নিষিদ্ধের বিষয়ে মেয়র বলেন, ‘আমি নিজে ব্যক্তিগতভাবে কুড়িল, রামপুরা, মালিবাগ, নিউমার্কেটসহ বিভিন্ন জায়গায় সরাসরি গিয়ে দেখেছি রিকশা না থাকলেও তেমন দুর্ভোগ হচ্ছে না। কারণ আমাদের যে ফুটপাত সেটি ব্যবহার উপযোগী। আবার এ রুটগুলোতেও রয়েছে পর্যাপ্ত বাস। আজিমপুর থেকে নিউমার্কেটের মতো শর্ট ডিস্টেন্সেও মাত্র ১০ টাকা ভাড়ায় বিআরটিসির চক্রাকার বাস পাওয়া যাচ্ছে।’

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম