ঐক্যফ্রন্টের বিজয়ী নেতারা ভোটারদের সম্মানে শপথ গ্রহণ করবেনঃ আশা হানিফের

ই-বার্তা ডেস্ক ।।  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী নেতারা ভোটারদের সম্মানে শপথ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সস্পাদক মাহাবুবু উল আলম হানিফ।

।আজ শনিবার বিকালে সুনামগঞ্জের ছাতকে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেয়ার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, একাদশ নির্বাচনে লজ্জাজনক ভরাডুবির কারণে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে যেতে ভয় পাচ্ছে বিএনপি। যদি বিএনপি নির্বাচনে না যায় তাহলে এটা হবে তাদের জন্য বড় ভুল সিদ্ধান্ত।

হানিফ আরও বলেন, এই সিদ্ধান্তের কারণে তারা রাজনীতি থেকে ছিটকে পড়বে। তাদের শঙ্কা হয়তো তাদের জন্য আরেকটি লজ্জাজনক পরাজয় অপেক্ষা করছে। নির্বাচন থেকে দূরে সরে থেকে সংগঠনের লাভ হয় না। রাজনীতিবিদদের উচিত নির্বাচনে অংশ নেয়া।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সস্পাদক বলেন, দুর্নীতি নির্মূলের জন্য প্রধানমন্ত্রী কঠোর অবস্থান নিয়েছেন। সরকারি, বেসরকারি সব সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে। দুর্নীতি দুই-এক বছরের মধ্যেই একেবারেই কমিয়ে আনার চেষ্টা চলছে। যদিও দুর্নীতি একেবারে নির্মূল করা সম্ভব নয়। মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করাই আমাদের প্রধান কাজ, পরে নির্বাচনে ইশতেহারে দেয়া কাজগুলো করা হবে।

জনসভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন উপস্থিত ছিলেন।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম