ঐক্যফ্রন্টের ভুলের কথা স্বীকার করলেন মান্না

ই-বার্তা ডেস্ক।।  বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের কিছু ভুলের কথা স্বীকার করে তার ব্যাখ্যা দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।   

মান্না বলেন, আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিয়েছি।  এতে আমাদের অবশ্যই কিছু আচরণ এবং উচ্চারণে ভুল ছিল।  আমরা শীর্ষ নেতারা কেন মনে করলাম সামরিক বাহিনী মাঠে নামলে সব ঠিক হয়ে যাবে।  সমগ্র জনগোষ্ঠীকে ভোটের জন্য তৈরি করতে বলা হয়েছে কিন্তু প্রতিরোধ করার জন্য বলা হয়নি।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, যদি শুধু আওয়ামী লীগ আর পুলিশ নির্বাচনে করতে নামত, বিজিবি চুপচাপ থাকত এবং সেনাবাহিনীর না থাকত।  তাহলে আন্দোলনের আরেকটা ঢেউ তৈরি হতো।  আর এই ঢেউ সারা দেশে ছড়িয়ে পড়ত।  আমি স্পষ্ট করে বলতে চাই, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে লড়াই করতে হবে।  তার কোনো বিকল্প নেই।  আমরা লড়াই কী করতে পেরেছি? সেই লড়াই কী খালেদা জিয়ার মুক্তির লড়াই, বাংলাদেশের মুক্তির লড়াই? সেই লড়াই এখন পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী যারা জেলে আছেন তাদের মুক্তির লড়াই? 

মান্না বলেন, খুব স্পষ্ট যে আমরা এই সরকারের কাছে করুণা ভিক্ষা করি না।  এই সরকারের কাছে কোনো সদ্ব্যবহার প্রত্যাশা করি না।  আমরা মনে করি, যা পাব আদায় করে নিতে হবে।  করুণা করে কিছু পাওয়া যাবে না।  আন্দোলন করতেই হবে। 

সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মো. মোশাররফ হোসেন, শাহ মো. নেছারুল হক, শাহরিয়া ইসলাম শায়লা প্রমুখ।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু