ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম জয় পেল বার্সা

ই-বার্তা ডেস্ক।।  চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে রেড ডেভিলদের বিপক্ষে জয় না পাওয়ার হতাশা গত রাতে ঘুচিয়েছে বার্সেলোনা।  ইংলিশ জায়ান্টদের ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমির পথে এগিয়ে গেল কাতালানরা।

চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে আতিথ্য নেয় বার্সা।  শুরুতেই ম্যানইউর ওপর ঝাঁপিয়ে পড়ে মেসি।  একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে ম্যান ইউ রক্ষণ ভাগকে। রক্ষণ আগলে রাখলেও দ্বাদশ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েন স্বাগতিকরা।  ডি-বক্স থেকে চিপ শটে ডানদিকে লুইস সুয়ারেজকে বল বাড়ান লিওনেল মেসি।  তাতে হেড করেন উরুগুইয়ান স্ট্রাইকার। সেটি ম্যানইউ ডিফেন্ডার লুক শ’র গায়ে লেগে গোললাইন পেরিয়ে যায়। 

এগিয়ে গিয়ে আক্রমণের ধার বাড়িয়ে দেয় আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ভালভার্দের শিষ্যরা।  সেই রেশের মধ্যে ৩১ মিনিটে মেসিকে বাজে ট্যাকল করেন ক্রিস স্মলিং।  এতে ছোট জাদুকরেরর নাক দিয়ে রক্ত ঝরতে থাকে।  মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি।  সাইডলাইনে কিছুক্ষণ চিকিৎসা নিয়ে ফের মাঠে ফেরেন মেসি। 

এদিকে নিজেদের ঘর সামলে অসংখ্যবার প্রতি আক্রমণে উঠেছেন রেড ডেভিলরা।  তবে গোলমুখ খুলতে পারেননি তারা। অবশ্য বেশ কয়েকটি সুযোগ পেয়েছেন।  কিন্তু সাফল্য আদায় করতে পারেননি।

পরের সময়ে কয়েকটি সহজ সুযোগ পেয়েছে বার্সাও।  কিন্তু তারাও কাজে লাগাতে পারেননি।  শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় কাতালানদের। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু