ওয়াসার দুর্নীতি-অনিয়ম বন্ধের নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

ই-বার্তা ডেস্ক।।  আজ বৃহস্পতিবার সকালে ওয়াসা কার্যালয় পরিদর্শনে গিয়ে স্থানীয় সরকারমন্ত্রী মো:তাজুল ইসলাম, মিটার টেম্পারিং বন্ধে প্রযুক্তির ব্যবহার, ড্রেনেজ ব্যবস্থা ঠিক করা, পানি সরবরাহ ও বিল সঠিকভাবে দিতে ওয়াসাকে নির্দেশ দিয়েছেন।

এসময় তিনি ওয়াসার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ওয়াসার বিরুদ্ধে ত্রুটি বিচ্যুতি এবং অনিয়মের খবর প্রায়ই আসে।  সবাই মিলে কাজ করে সেসব সমস্যা সমাধান করতে হবে।

ওয়াসা চেয়ারম্যানকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, অতিত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না।  তবে চাই আপনারা ভুল সুধরে সঠিক পথে আসুন।  অতিতের মত চললে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।

ওয়াসার অনেক কর্মকর্তা কর্মচারির বেতনের তুলনায় সম্পদের পরিমাণ অনেক বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি কাউকে ভয় করি না।  লক্ষ্য অর্জনে সবাইকে একসাথে কাজ করতে হবে। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু