কংগ্রেস পরিবারতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়ঃ মোদি

ই-বার্তা ডেস্ক।।  কংগ্রেসের নির্বাচনী ইসতেহার হল ছল চাতুরীর দলিল এবং আমাকে ক্ষমতা থেকে হটিয়ে তারা পরিবারতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় বলে অভিযোগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

জাতীয় লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলে এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।  এদিকে মহারাষ্ট্রের নাগপুরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, তার দল ক্ষমতায় গেলে রাফায়েল কেলেঙ্কারি নিয়ে তদন্ত হবে। ‘চৌকিদার’কে জেলে যেতে হবে। প্রসঙ্গত, নরেন্দ্র মোদি নিজেকে চৌকিদার বলে দাবি করেছেন।

অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আসামে জাতীয় নাগরিক তালিকা— এনআরসি করে বিজেপি মুসলমান, হিন্দু, গোর্খাদের নাম বাদ দিয়েছে।  ডিটেনশন ক্যাম্পে শিশু, মহিলাদের আটকে রেখে অত্যাচার করছে। 

ভারতের লোকসভা নির্বাচনে সাত দফার ভোট গ্রহণ ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে।  নির্বাচনকে কেন্দ্র করে দেশটির সবখানে এখন নির্বাচনী আমেজ।  গতকাল উত্তর প্রদেশে বেশ কয়েকটি জনসভায় ভাষণ দেন মোদি।  কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, সন্ত্রাসী গোষ্ঠীর পৃষ্ঠপোষকদের সঙ্গে আলোচনা পছন্দ করে তারা।  কংগ্রেসের সঙ্গীরা কাশ্মিরের আলাদা প্রধানমন্ত্রী চাইছে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু