কক্সবাজারে ৮ লাখ পিস ইয়াবার চালান আটক করেছে র‍্যাব

ই-বার্তা ডেস্ক।।  কক্সবাজারে এবার আট লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।  এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশে এর আগে এত বড় ইয়াবার চালান উদ্ধার হয়নি।  উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য আনুমানিক চল্লিশ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।   

গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রয়েল টিউলিপ হোটেলের পশ্চিম পাশে সমুদ্র সৈকত থেকে এ ইয়াবার চালানটি আটক করেছে র‌্যাব-১৫।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেরিন ড্রাইভ রোডের পাটুয়ার টেক ব্রীজের পশ্চিমে সমুদ্র সৈকতের দিকে র‌্যাব ১৫-এর একটি দল অভিযান চালিয়ে ইয়াবার চালানটি আটক করতে সক্ষম হয়।

এ ঘটনায় একজনকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তির নাম জামাল হোসেন (২২)। তিনি মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা। তার পিতার নাম মো. হোছেন। এ ঘটনায় নূর হাফেজসহ ৫/৬ জন পালিয়ে যায়, তাদের ধরতে অভিযান চলছে।  

ই-বার্তা/সালাউদ্দিন সাজু