কথা বলার সময় নেই , এখন অ্যাকশনের সময়:মেয়র আতিকুল

ই-বার্তা ডেস্ক।।  বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটনায় আর কথা বলারও সময় নেই ঢাকা উত্তরের মেয়র আতিকুলের।  তিনি যাচ্ছেন অ্যাকশনে। শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত এফ আর টাওয়ার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।

মেয়র আতিকুল বলেন, ‘এই অনিয়ম মেনে নেওয়া যেতে পারে না।  এখন কথা বলার সময় নেই, অ্যাকশন নেওয়ার সময়। সব সংস্থাকে নিয়ে একত্রে কাজ করতে চাই।  এই ভবনগুলো কীভাবে পারমিশন পেল, ১৮ তলার অনুমোদন নিয়ে কীভাবে ২৩ তলা হলো সেগুলো আমরা দেখবো।’

গতকাল দুপুরে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২ তলা ভবন এফ আর টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের প্রচেষ্টায়  বিকাল পৌনে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।  আগুনে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।  আহত হয়েছেন ৭৬ জন

শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত টাওয়ারটি পরিদর্শনে গিয়ে মেয়র বলেন, ‘আমাদের যেসব ভাইবোন এসব অফিসে চাকরি করেন তাদের নিরাপত্তার দায়িত্ব অফিস মালিকদের, ভবন মালিকদের। তারা এই দায় এড়াতে পারেন না। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য সব ধরণের ব্যবস্থা নেয়া কথাও জানান তারা।’

কী ধরনের অ্যাকশন নেওয়া হবে জানতে চাইলে আতিকুল ইসলাম বলেন, রাজধানীর ভবন মালিকদের আগামী ১০ দিনের মধ্যে সিটি করপোরেশনে তাদের ভবনের অনুমোদন, নকশা, ফায়ার সেফটি, বিল্ডিং সেফটির অনুমোদনের কাগজ জমা দিতে নির্দেশ দিয়েছি। সেগুলো দেখে আমরা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবো।

ই-বার্তা / আরমান হোসেন পার্থ