কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কঠোর অনুশীলনে মাশরাফিরা

ই-বার্তা ডেস্ক।।  বিশ্বকাপ ক্যাম্পে অনুশীলন হয়েছে তীব্র গরমের মধ্যে।  দেশ ছাড়ার আগে শেষ দুদিন ৪০ ডিগ্রি তাপমাত্রার মধ্যে পুরোদমে অনুশীলন করেছিল বাংলাদেশ।  কিন্তু আয়ারল্যান্ড গিয়ে ঠিক বিপরীত পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ দল। ডাবলিনে আবহাওয়া পুরোই উল্টা।  তীব্র ঠান্ডা পরিবেশ, সঙ্গে বাতাস।  তাপমাত্রা মাত্র ৭ ডিগ্রি সেলসিয়াস। 

শুধু আবহাওয়ার বৈপরীত্য নয়, আয়ারল্যান্ডে বাংলাদেশ দলকে ঝক্কি সামলাতে হচ্ছে অনুশীলনের জন্যও।  টিম হোটেল থেকে অন্তত দেড় থেকে সোয়া ঘণ্টা ভ্রমণ করে যেতে হচ্ছে অনুশীলনের ভেন্যু পেমব্রুক ক্রিকেট ক্লাব মাঠে।  সিরিজের মূল দুই ভেন্যু মালাহাইড, ক্লনটার্ফ গ্রাউন্ডে অনুশীলনের সুযোগ পায়নি বাংলাদেশ।

ডাবলিন পৌঁছে গত বৃহস্পতিবার প্রথম দিন অনুশীলন করেছিল মাশরাফি বাহিনী।  তবে ভ্রমণ ক্লান্তির কারণে সেদিন অনুশীলনে বেশি পরিশ্রম করানো হয়নি ক্রিকেটারদের। 

গতকাল শুক্রবার পূর্ণ সেশন অনুশীলন করেছেন ক্রিকেটাররা।  ব্যাটিং, বোলিং, ফিল্ডিং করেছেন দলের সবাই।  আজও পুরোদমে অনুশীলন হবে।  আগামীকাল একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।  হিলস সিসি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচ।  যেখানে টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভস।

গতকাল ডাবলিন থেকে জাতীয় দলের প্রধান নির্বাচক ও ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন বলেছেন, দলের সবাই সুস্থ আছে।  আজই (গতকাল) প্রথম পূর্ণ সেশনের অনুশীলন হয়েছে।  আগামীকাল (আজ) আবার অনুশীলন আছে।  পরদিন প্রস্তুতি ম্যাচ।  আশা করি এর মাঝে সবাই কিছুটা থিতু হয়ে যাবে।

আয়ারল্যান্ডের মাটিতে বাংলাদেশের ম্যাচ

তারিখ প্রতিপক্ষ ভেন্যু

৫ মে-আয়ারল্যান্ড উলভস-ডাবলিন

৭ মে-ওয়েস্ট ইন্ডিজ-ডাবলিন

৯ মে-আয়ারল্যান্ড-ডাবলিন

১৩ মে-ওয়েস্ট ইন্ডিজ-ডাবলিন

১৫ মে-আয়ারল্যান্ড-ডাবলিন

ই-বার্তা/সালাউদ্দিন সাজু