করোনায় একদিনে আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ২১৭৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১২ হাজার ৪৫৪টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ১৭৪ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮১ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ৯৮০ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪ হাজার ৮৮৭ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৯ জন পুরুষ ও ৪ জন নারী।

দেশে করোনায় প্রথম সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে গত ৮ মার্চ। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।