কর্ণফুলী নদী দূষণের অপরাধে জাহাজ মালিককে তিন কোটি টাকা জরিমানা

ই-বার্তা ডেস্ক।। ট্যাঙ্কার ফুটো হয়ে তেল ছড়িয়ে কর্ণফুলী নদী দূষণের অপরাধে তেলবাহী জাহাজ এমটি দেশ-১ কর্তৃপক্ষকে তিন কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

রোববার পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে এমটি দেশ-১ মালিক পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে শুনানি শেষে এ জারিমানা করেন পরিচালক আজাদুর রহমান মল্লিক।
নিঃসরণ তেলের কারণে কর্ণফুলী নদীর পানি দূষণ হওয়ায় পরিবেশ অধিদপ্তর এই জরিমানা করে। এর আগে গত শুক্রবার ভোরে ট্যাংকারটি ফুটো হয়ে প্রায় ১০ টন ডিজেল নদীতে ছড়িয়ে পড়ে। শনিবার ভোর থেকে বন্দর কর্তৃপক্ষ নদী থেকে পানি মিশ্রিত এ তেল সংগ্রহ শুরু করেছে।

বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, দেশ-১ নামের তেলবাহী জাহাজটি অবস্থান পরিবর্তনের সময় অপর জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এতে দেশ-১ ফুটো হয়ে তা থেকে তেল ছড়িয়ে পড়ে। ঐ ট্যাংকারে ১২০০ টন ডিজেল ছিল। পদ্মা জেটি থেকে তেল নিয়ে সেটি খুলনা যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার পর তার বেশির ভাগ তেল নদীতে পড়ে যায়। এ পর্যন্ত নদী থেকে প্রায় ৮০ শতাংশ তেল উত্তোলন করা হয়েছে। জাহাজ দুটি আটক করা হয়েছে। কোস্ট গার্ড তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।