কলকাতায় মমতার থেকে এগিয়ে আছে মোদি!

ই- বার্তা ডেস্ক।।   কলকাতাবাসীর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়ের চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিই আগ্রহ বেশি। এমন  তথ্যই জানিয়েছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

কোন শহরে কোন রাজনীতিবিদ সম্পর্কে মানুষের আগ্রহ বেশি, গুগল সার্চের ভিত্তিতে এর একটি পরিসংখ্যান প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। সে মতে কলকাতায় মোদির এভাবে এগিয়ে থাকার বিষয়টি রীতিমত তাক লাগিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে।

গুগল জানায়, কলকাতায় মোদিকে নিয়ে সার্চের হার ৬৭ শতাংশ। এর বিপরীতে মমতাকে নিয়ে সার্চ হয়েছে মাত্র ২৩ শতাংশ। বুথ ফেরত জরিপে বিজেপির এগিয়ে থাকার খবর ছড়িয়ে পড়ার পর গুগলের এ নতুন তথ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে।

তথ্য মতে, কলকাতায় মমতাকে নিয়ে গুগল সার্চ হয়েছে মাত্র ২৩ শতাংশ। এরপরেই রয়েছেন রাহুল গান্ধী। রাহুলকে নিয়ে গুগল সার্চ হয়েছে মাত্র ১০ শতাংশ।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম