কাতার থেকে ভোট চাইলেন বাংলাদেশী মেয়ে রিদিতা

ই-বার্তা ডেস্ক।।  কাতারের জনপ্রিয় রেডিও স্টেশন ১০৬.৩ এফ এম রেডিও অলিভ ‘ট্যালেন্ট হান্ট’ সিজন-১ প্রতিযোগিতায় গানে হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে নিজ যোগ্যতায় গ্রান্ড ফাইলে তৃতীয় অবস্থান করে নিয়েছেন বাংলাদেশি কন্যা রিদিতা রাজ্জাক।

সংগীত পরিবারে বেড়ে ওঠে রিদিতা ছোট বেলায় বুলবুল ললিতকলা একাডেমীতে ছিলেন ৫ বছর। ক্লাসিক্যাল সংগীতে বাংলাদেশ বেতারের সংগীত পরিচালক ওস্তাদ আনোয়ার হোসেনের হাত ধরে সংগীতে পদযাত্রা শুরু হয়।

রিদিতাকে ফাইনাল পর্বে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাইলে বেশি বেশি ভোট করতে ওলিভ রেডিও পেইজের লিংকের কমেন্ট বক্সে লিখতে হবে RIDITA যেকোন ফেইসবুক একাউন্ট থেকে আগামী ৯ তারিখ পর্যন্ত যত খুশি ততবার।

রিদিতা বলেন, আমি ছোট বেলা থেকেই সংগীতের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম।অনেক চেষ্টা করে আজ এ পর্যায়ে এসেছি। অনেকেই আমার এ পথচলায় উৎসাহ যুগিয়েছেন, বিশেষ করে মা-বাবার প্রতি আমি কৃতজ্ঞ।