কাদেরের চিঠিকে আমলে না নিতে রওশনের পাল্টা চিঠি

ই-বার্তা ডেস্ক।।  সংসদের বিরোধীদলীয় নেতা করার জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের যে চিঠি দিয়েছেন- সেটিকে ‘ইগনোর’ করার অনুরোধ জানিয়েছেন দলটির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। 

কাদের চিঠি দেওয়ার পরদিনই, গতকাল বুধবার রওশন এরশাদ সংসদের বিরোধীদলীয় উপনেতার প্যাডে স্পিকারকে দেওয়া পাল্টা চিঠিতে এই অনুরোধ করেন। রওশনের স্বাক্ষরিত চিঠিটি গতকাল বিকালে সংসদ ভবনে স্পিকারের হাতে পৌঁছে দেন জাপার প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু এমপি। 

জাপার প্যাডে লেখা জিএম কাদেরের চিঠিটি মঙ্গলবার স্পিকারের দপ্তরে পৌঁছে দেন জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপির নেতৃত্বে দলের পাঁচজন এমপি। মালদ্বীপে থাকা স্পিকার তখনো দেশে পৌঁছাননি, তিনি ফিরেছেন রাতে। গতকাল রওশনের চিঠি পাওয়ার পরে স্পিকার সাংবাদিকদের বলেন, ‘দুটো চিঠি আমি পেয়েছি। তবে, সেখানে কী রয়েছে তা আমি এখনও দেখিনি। পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবো।’ অবশ্য গত ২১ আগস্ট স্পিকার ইত্তেফাককে বলেছিলেন, ‘আসন্ন অধিবেশনের আগে কিংবা এই অধিবেশন চলাকালেই নতুন বিরোধীদলীয় নেতা নির্বাচনে সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই। তবে বিরোধী দল (জাপা) যদি তাদের পার্লামেন্টারি পার্টির বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে রেজুলেশনসহ আমাকে কোনো চিঠি দেয়, সেক্ষেত্রে স্পিকার হিসেবে আমি প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

চিঠিতে রওশন বলেছেন, ‘আপনি আমাকে বিরোধীদলীয় উপনেতা বানিয়েছেন। আমাদের নেতা মারা যাওয়ার পর, সংসদ সদস্যরা আমাকে নেতার কাজ চালিয়ে নেওয়ার দায়িত্ব দেন। শুনতে পারলাম, একজন নিজেকে পার্লামেন্টারি পার্টির নেতা করার জন্য আপনাকে চিঠি দিয়েছেন। আপনাকে জানাতে চাই, নেতা নির্বাচন করার এখতিয়ার পার্লামেন্টারি পার্টি সংরক্ষণ করে। যেকোনো সিদ্ধান্ত নিতে হলে পার্লামেন্টারি পার্টি সিদ্ধান্ত নেবে। ৩ সেপ্টেম্বর পাঠানো চিঠিকে ইগনোর করার অনুরোধ করছি। একইসঙ্গে জানাতে চাই, উনি পার্টির চেয়ারম্যান নন, উনি হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু