কানাডায় স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য মেয়রের কাছে স্মারকলিপি

ই-বার্তা ডেস্ক।।  বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ এডমন্টনের আয়োজনে কানাডার আলবার্টা প্রদেশের রাজধানী এডমন্টনে গত ৯ মার্চে যৌথভাবে উদযাপিত হলো একুশ ও স্বাধীনতা অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলাদেশিরা প্রথমবারের মতো এডমন্টনে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের দাবি জানায়।  

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ এডমন্টন এবছর চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে।  সেই উপলক্ষ্যে এই অনুষ্ঠানটিও ছিল বেশ জাকজমকপূর্ণ।  ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য আয়োজকরা একটি অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করেন।  সেখানে প্রায় সাড়ে চারশত মানুষ ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য।  মধ্য রাত পর্যন্ত চলা এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল দেশাত্মবোধ।

সেজং মাল্টিকালচারাল সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডন আইভিসন, আলবার্টা সরকারের শ্রম মন্ত্রী ক্রিস্টিনা গ্রে, এবং কানাডা সরকারের প্রাকৃতিক সম্পদ মন্ত্রী অমরজিৎ সহি।

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ এডমন্টনের এই আয়োজনে আবারও প্রমাণিত হলো বাংলা ভাষা আজ সাড়া বিশ্বের মানুষের সম্মনানের ভাষা। 

 ই-বার্তা/সালাউদ্দিন সাজু