কামিন্সের বাউন্সারের আঘাতে হাসাপাতালে করুনারত্নে

ই-বার্তা ডেস্ক।।   অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানভেরার মানুকা ওভালে চলছে স্বাগতিক অস্ট্রেলিয়া শ্রীলংকার টেস্ট লড়াই। সেখানেই কামিন্সের বাউন্সারে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন লংকান ব্যাটসম্যান কারুনারত্নে।

শ্রীলঙ্কার ইনিংসের ৩১ তম ওভারে অস্ট্রেলিয়ার হয়ে  দিমুথ করুনারত্নের বিপক্ষে বল করছিলেন অজি ফাস্ট বোলার প্যাট কামিন্স। প্রথম তিন বল ডট দেবার পর চতুর্থ বলে বাউন্সার ছোঁড়েন কামিন্স। ১৪২ কিলোমিটার প্রতি ঘন্টায় ধেয়ে আসা বল লাগে করুনারত্নের কাঁধের পেছনের অংশে। তখনই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

সাথে সাথে করুনারত্নের দিকে এগিয়ে আসেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। মাঠে ডেকে আনা হয় দুই দলের ফিজিও ও মেডিক্যাল স্টাফদের। যখন করুনা রত্নে আঘাত নিয়ে মাঠ ছাড়ছিলেন তখন অস্ট্রেলিয়ান দর্শকদের বাহাবা বুঝিয়ে দিচ্ছিল, ” ক্রিকেট ইজ অল এবাউট রেস্পেক্ট”।

উল্লেখ্য, ক্রিকেট মাঠে আঘাত পেয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে বহুবার। ২০১৪ সালে হিউজের বিদায় সবাইকে কাদিয়েছিলো। তারপরেও অনেক ঘরোয়া ক্রিকেটার বাইশ গজে প্রাণ হারিয়েছেন। 

ই-বার্তা/ মাহারুশ হাসান