কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রশ্নে কোনো আপস করবে না পাকিস্তান

ই-বার্তা ডেস্ক।।  পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া জানিয়েছেন, কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রশ্নে পাকিস্তান কারো সঙ্গে কোনো আপস করবে না।  

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে সেনা সদর দফতরে সামরিক বাহিনীর কমান্ডারদের সম্মেলনে সামরিক বাহিনীর প্রধান এ কথা বলেন বলে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে। পাশাপাশি কাশ্মীরকে পাকিস্তানের কণ্ঠনালী বলেও উল্লেখ করেন তিনি।  

তিনি আরও বলেন, পাকিস্তানি সেনারা নিজেদের সম্মান, মর্যাদা এবং মাতৃভূমির ভৌগোলিক অখণ্ডতা ধরে রাখার জন্য প্রস্তুত। কাশ্মীরের বীর জনতার আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রশ্নে পাকিস্তান কারো সঙ্গে কোনো আপস করবে না।

বৈঠকে সেনা কমান্ডাররা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দেয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ভারতীয় যে কোনো অপপ্রচারেরও দাতভাঙা জবাব দেয়া হবে। আর এর জন্যএকমত হয়েছেন পাকিস্তান সামরিক বাহিনীর কমান্ডাররা।   

ই-বার্তা/সালাউদ্দিন সাজু